স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত , নদীয়া, ১১ জানুয়ারি:
শুক্রবার নদিয়ার শান্তিপুরের চেয়ারম্যান অজয় দের অনুরোধে রাষ্ট্রীয় উদ্যান পরিদর্শন এবং পুষ্প মেলার উদ্বোধনে এলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এলাকার মানুষের সঙ্গে কথা বলে তিনি সাংবাদিকদের জানান ” পার্কটাকে সাজিয়ে দিলে যারা এখানে নিয়মিত আসেন তাঁরা বিশুদ্ধ অক্সিজেন পাবেন, লাইট এন্ড সাউন্ড সিষ্টেম, বাচ্চাদের ট্রয় ট্রেন, পাখি প্রেমিকদের জন্য পাখিরালয়, মাছের একোরিয়াম এবং পাশাপাশি যে ঘরগুলো আগে ব্যাবহৃত হত এখন পরিচর্যার অভাবে ভগ্নদশায় পড়ে আছে সেইগুলোকে নতুন ভাবে আধুনিকতার মোড়কে সাজিয়ে তোলা যায় কিনা ভেবে দেখা হচ্ছে ।”
উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সব জায়গাতেই পার্কগুলোর উন্নতিসাধন ঘটানোর লক্ষেই আমি দপ্তরকে নির্দেশ দিয়েছি। এখানে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান অজয় দে এই পার্কের সম্বন্ধে অনেকদিন ধরে আমাকে বলেছেন , আজ আমি চাক্ষুষ দেখে গেলাম পার্কটাকে কিভাবে সাজান যায় দেখছি।