আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৫ জানুয়ারি: আগামী ৩০ তারিখ অমিত শাহ সভা করতে আসছেন বনগাঁ মহকুমার ঠাকুর নগরে| তারই প্রস্তুতি চলছে জোরকদমে|
মতুয়া এবং বিজেপি যৌথভাবেই সভা পরিচালনা করবে বলে জানালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরl
স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় মূল মঞ্চে বিজেপির পতাকা থাকবে না। শান্তনু ঠাকুর জানালেন, মূল মঞ্চ সাজানো হবে মতুয়া ব্যানারে হবে এবং অতিথিদের জন্য আলাদা মঞ্চ থাকবেl একটি হেলিপ্যাড তৈরির কাজ চলছে জোড় কদমেl রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দু’লক্ষ মানুষ অমিত শাহের সভায় আসবেন বলে জানালেন শান্তনু ঠাকুরl সেদিন এই সভায় অন্যান্য দল থেকে যোগদান করবার সম্ভাবনা নেই বলে জানিয়ে শান্তনু ঠাকুর জানালেন। এই সভা থেকে মূলত সিএএ নিয়ে বার্তা দিতে আসছেন অমিত শাহl

