Shamik, Sukanta, BJP, জয় মা কালী বলে ভোটের লড়াইয়ে ময়দানে নামলেন শমীক- সুকান্তরা, তাহলে কি এভাবেই হবে বঙ্গ বিজেপির বাঙালিয়ানায় ফাঁক পূরণ?

আমাদের ভারত, ৫ জুলাই: শমীক ভট্টাচার্যের রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার দিন মঞ্চে মা কালীর ছবি দেখতে পাওয়া নিয়ে রাজনৈতিক ঝড় উঠেছে। তৃণমূলের অভিযোগ, মা কালীর ছবি রাজনৈতিক মঞ্চে তথা মোদীর পাশে রেখে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। যদিও কড়া জবাব দিয়েছেন শমীক- সুকান্তরা। তাঁদের দাবি, জয় মা কালী বলে তাঁরা ভোটের লড়াইয়ে ময়দানে নামছে তৃণমূলের বিনাশ করতে। কিন্তু এই বিষয়টির ক্ষেত্রে এক অন্য ব্যাখ্যা করতে চেয়েছেন রাজনৈতিক মহলের একটা বড় অংশ। তাদের দাবি, বঙ্গ বিজেপি আসলে তাদের বাঙালিয়ানায় যে ফাঁক ছিল তা পূরণ করতে চাইছে।

শমীক ভট্টাচার্যের হাত ধরে কি তাহলে তৃণমূল রোধের স্টাইল বদলাচ্ছে বঙ্গ বিজেপি? নতুন বঙ্গ বিজেপির সভাপতির কথায় কিছুটা সেই আভাস মিলল। শমীক ভট্টাচার্য এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন,”কালীঘাটের কালী বলে দিয়েছেন, তুমি আমার প্রতিবেশী হতে পারো কিন্তু তুমি যা করেছ তাতে আমি তোমার ফাইল নিতে পারবো না। শমীক ভট্টাচার্য কালী, জগন্নাথের পাশাপাশি টেনে আনেন বিবেকানন্দ’কেউ।

শমীকের সভাপতিত্ব গ্রহণের মঞ্চজুড়ে কালীঘাটের কালীর ছবি থাকা নিয়ে রাজনৈতিক মহলে নানা কথাবার্তা শুরু হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে বিজেপির বাঙ্গালিয়ানায় যে ফাঁক ছিল তা যেন পূরণ করতে চাইছেন শমীক, তাও একেবারে নিজস্ব ঢঙ্গে। কারণ জয় শ্রীরাম ধ্বনির থেকে জয় মা কালী বাঙালির অনেক বেশি জনপ্রিয় ও কাছের।

অনেকেই বলেছেন, যে হিন্দু বাঙালির বড় অংশ এতদিন বিজেপি থেকে মুখ ফিরিয়েছিল। এবার এভাবেই তাদের ঘরে ফেরাতে চাইছে শমীক নেতৃত্বাধীন বিজেপি।

কালীঘাটে কালীর ছবি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক খোঁচা দিয়ে তিনি বলেন, কালীঘাট তো শক্তিপীঠ, বাঙালি সঙ্গে কালীর তো নিবিড় যোগ রয়েছে। কালী বাদ দিয়ে বাঙালির কোনো পরিচয় নেই। এমনকি বিবেকানন্দ বলেছেন, এখানে কালী পাঠা খাবে। সেখানে কালির ছবি নিয়ে আপত্তি কেন?

অন্যদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এই ইস্যুতে পাল্টা দিয়ে বলেছেন, আমরা জয় মা কালী বলে নামতে চাইছি। মা কালী যেভাবে অসুর দমন করেছিলেন, সেভাবে তৃণমূল দমন করতে নামতে চাইছি। রাজনৈতিকভাবে তাদের নিধন করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *