পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুলাই: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ জুন মালিয়ার তহবিল থেকে মোহনপুর গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে ৩০ লক্ষ টাকা। শনিবার ওই হাসপাতালের পরিকাঠামো ঘুরে দেখেন সাংসদ।
এই পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী সন্দীপ সিংহ, মানিক মাইতি, শুভেন্দু কর, অসিত পাল সহ আরও অনেকে। পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা ও ভবিষ্যৎ কাজের রূপরেখা নিয়ে আলোচনা করেন তাঁরা।
সাংসদের এই তৎপরতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। বহুদিন ধরেই মোহনপুর গ্রামীণ হাসপাতালে পরিকাঠামোগত সমস্যার অভিযোগ উঠছিল, যা এই তহবিলের মাধ্যমে অনেকাংশে সমাধান হতে পারে বলে মনে করছেন এলাকাবাসীরা।