নেতাইয়ে শহিদ তর্পণে বিজেপি ও তৃণমূল

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ জানুয়ারি: লালগড়ের নেতাই গ্রামে আজ শহিদ দিবস পালিত হয়েছে। গ্রামবাসীরা এবং নেতাই শহিদ স্মৃতি কমিটির সদস্যরা সকালে শহিদ বেদীতে মাল্যদান করার পর বিজেপি এবং তৃণমূলের পক্ষ থেকেও নেতাই গ্রামের শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ২০১১ সালের ৭ জানুয়ারি সকালবেলা ওই গ্রামে সিপিএমের সশস্ত্র বাহিনীর ক্যাম্প থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে। সশস্ত্র বাহিনীর গুলিতে চার মহিলা সহ ন’জন গ্রামবাসীর মৃত্যু হয় এবং মোট ২৭ জন আহত হন। সেদিনের ঘটনার পর প্রথম নেতাই গ্রামে ছুটে যান তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী। তিনি গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করেন। সেদিনের সেই ঘটনার পর থেকে প্রতিবছর শহিদ দিবসে নেতাই গ্রামে উপস্থিত থেকে সেখানকার স্মৃতিরক্ষা কমিটির সদস্যদের সঙ্গে মৃত গ্রামবাসীদের শহিদ বেদীতে মালা দিয়ে শ্রদ্ধা জানিয়ে আসছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেও আজ সকাল নটা নাগাদ তিনি গ্রামে পৌঁছে শহিদ বেদীতে মালা দিয়ে মৃত গ্রামবাসীদের শ্রদ্ধা জানান এবং শহিদ পরিবারগুলোর মধ্যে শাল বিতরণ করেন। দলীয় পতাকা ছাড়াই তার সঙ্গে ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সতপথি ও অন্যান্য বিজেপি কর্মীরা।

শুভেন্দু অধিকারী বলেন, এ বছর সীমিতভাবে বিজেপি কর্মসূচি পালন করেছে। আমি প্রথম থেকেই নেতাই গ্রামবাসীর সঙ্গে ছিলাম এখনও রয়েছি এবং আগামী দিন থাকবো।

অন্যান্য বছর শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অনুষ্ঠান করে নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটি শহিদ বেদীতে মাল্যদান করে মৃতদের স্মৃতি তর্পণ করেন কিন্তু এবছর শুভেন্দু বিজেপিতে যাওয়ায় কমিটির পক্ষ থেকে কোনও অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নেওয়া হয়। তাই স্মরণ সভা না করেই গ্রামবাসীরা কেবল মালা দিয়ে মৃতদের শ্রদ্ধা জানিয়েছেন। এদিন তৃণমূলের পক্ষ থেকেও নেতাই গ্রামে গিয়ে শহিদ বেদীতে মালা দেওয়া হয়েছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং মদন মিত্র শহিদ বেদীতে ফুল দিয়ে মৃত গ্রামবাসীদের শ্রদ্ধা জানান। নেতাই দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি হিসেবে দলের পক্ষ থেকে লালগড়ে একটি জনসভার ডাক দেওয়া হয়। সেখানে বক্তব্য রাখেন পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী সৌমেন মহাপাত্র, মদন মিত্র ও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *