আমাদের ভারত, মালদা, ৮ জানুয়ারি: সন্ধ্যায় অপহরণ করে সপ্তম শ্রেণির ছাত্র ১৩ বছরের কিশোরকে খুন। মালদার পুকুরিয়া থানার পরানপুরের ঘটনা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ।
জানাগেছে, মৃতের নাম অনীক দাস। সে স্থানীয় পরানপুর হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। মৃতের বাবা আশিষ কুমার দাস জানান, প্রতিবেশী নমিতা দাসের বাড়িতে দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা চলছে। পাশাপাশি অন্যান্য বাজে কাজের সাথেও যুক্ত। এই ঘটনার প্রতিবাদ করেন আশিষবাবু। সম্প্রতি তাঁর আত্মীয়ের মৃত্যুর জন্য রায়গঞ্জে যান। বাড়িতে থাকে তার ছেলে মেয়ে। এই সুযোগে তার বন্ধু বিটন দাস তাকে ফোনে ডাকে। এরপরই অনীক নিখোঁজ হয়ে যায়। শুক্রবার সকালে খোঁজ করতে করতে স্থানীয় একটি পরিত্যক্ত বাড়ি থেকে গলায় ইলেট্রিকের তার প্যাঁচানো মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

