সাথী দাস, পুরুলিয়া, ১৭ মার্চ: লোকসভা নির্বাচন ঘোষণা হতেই বিজেপিতে যোগদানের হিড়িক দেখা গেল পুরুলিয়ায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন উত্তম ব্যানার্জি। তিনি পুরুলিয়া জেলা তৃণমূলের সহ-সভাপতির পদে ছিলেন। জেলায় তাঁর অজস্র অনুগামী রয়েছে বলে দাবি করেন এই দলত্যাগী নেতা। রবিবার পুরুলিয়া শহরে রাঁচি রোডে অবস্থিত বিদায়ী সাংসদের কার্যালয়ে যোগদান পর্ব হয়। যোগদানকারীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো।
বিজেপিতে যোগদানকারী উত্তম ব্যানার্জি ক্ষোভের সুরে বলেন, “তৃণমূলে যাঁরা যত দুর্নীতি করবে তাদের ততই উন্নতি হবে। পুরুলিয়ায় তৃণমূলের পরিবারতন্ত্র চলছে। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে বিজেপি যে লড়াই শুরু করেছে সেই লড়াইয়ের সঙ্গী হতে পেরে আমি গর্বিত।”
পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, “তৃণমূল থেকে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যোগদান করার জন্য। যাঁরা অন্যায়ের প্রতিবাদ করতে জানেন তাঁদের জন্য আমাদের দলে সবসময় জায়গা আছে।”
পাল্টা পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বলেন, “যিনি বিজেপিতে যোগদান করেছিলেন তিনি নিজে কী করেন সেটাই জানেন না। কোনো দলেই ওঁর কোনো গুরুত্ব নেই। উনি বিদায় হওয়াতে দলের ভালো হয়েছে।”