সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৭ মার্চ: রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এক ব্যক্তি। সেই মতো মাস ছয়েক আগে উত্তর ২৪ পরগনার বাগদার এক ব্যক্তির কাছ থেকে ৪১ লক্ষ টাকাও নিয়েছিলেন সে। টাকা দিয়ে চাকরি না পেয়ে বনগাঁ মহকুমা আদালতের দ্বারস্থ হয় অভিযোগকারী। ঝারখন্ড থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম বিদ্যাভূষণ প্রসাদ। ধৃতের বাড়ি ঝাড়খন্ডের জামশেদপুরে। ধৃতের কাছ থেকে জাল পরিচয় পত্র সহ ভারতীয় রেলের জাল নথিপত্র ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটি ল্যাপটপ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গতবছর আগস্ট মাসে বাগদা থানার আইসঘাটা এলাকার এক গৃহবধূ বনগাঁ আদালতে জানান। কোর্ট মাধ্যমে সেই অভিযোগ পৌছায় বাগদা থানায়। এরপরই ঘটনার তদন্তের নেমে ছত্তিশগড়ের দুন থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগকারী ঝর্ণা রায় বলেন, তার স্বামীকে রেলে চাকরি দেওয়ার নাম করে অভিযুক্ত ৪১লক্ষ টাকা হাতিয়ে নেয়। ১০ লক্ষ টাকা করে তিনবার দেওয়া হয়। পরে ফের ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আর ফোন ধরে না। জমি বাড়ি বিক্রি করে ওই টাকা তাকে দুই বছরে দিয়েছিলাম। এরপর বনগাঁ আদালতে লিখিত অভিযোগ করি।
বনগাঁর পুলিশ সুপার দিনেশ কুমার বলেন, আমাদের পুলিশ দক্ষতার সঙ্গে কাজ করে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে ধৃতকে রবিবার বনগাঁ আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।