Seminar, blood donation, thalassemia, মহিলাদের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে রক্তদান ও থ্যালাসেমিয়া রোধে সেমিনার বড়জোড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের উদ্যেগে থ্যালাসেমিয়া রোধে সেমিনার ও রক্তদান শিবিরের আয়োজন করা হয় বড়জোড়ায়। এবার আন্তর্জাতিক নারী দিবস ও শিব চতুর্দশী একই দিনে পড়ায় প্রায় সর্বত্রই নারী দিবস ব্রাত্য হয়ে পড়ে। কেননা মহিলাদের শিবরাত্রী পালনে বেশি মনোযোগী হতে দেখা যায় এদিন।

বিশেষ করে অবিবাহিত যুবতীরা এদিন ভালো বর পাবার ব্রত নিয়ে উপবাস, নিষ্ঠা ও ভক্তি ভরে যখন পুজো দিতে ভিড় জমিয়েছেন মন্দিরে মন্দিরে। তখন ভিন্ন চিত্র দেখা গেল বড়জোড়ায়। এদিন বাঁকুড়া ইউনিভার্সিটির সোস্যাল ওয়ার্ক বিভাগের ছাত্রী পূজা মন্ডল মহিলাদের নিয়ে রক্তদান ও থ্যলাসেমিয়া প্রতিরোধ বিষয়ে সেমিনার নিয়ে মেতে থাকলেন। বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের অন্যতম কর্মী এই পূজা মন্ডলই রাজ্যের প্রথম মহিলা শববাহী গাড়ির চালক হিসাবে স্বীকৃতি লাভ করেন। করোনা পরিস্থিতিতে সকলেই যখন গৃহবন্দি তখন পূজা করোনা আক্রান্তদের পাশে দাঁড়ান। আক্রান্তদের পাশে দাঁড়িয়ে লক্ষ্য করেছিলেন তাদের সংস্থার শববাহী গাড়ির কোনো চালক পাওয়া যাচ্ছিল না। তখনই জেদ করে ড্রাইভিং শিখে লাইসেন্স নিয়ে করোনা আক্রান্ত এবং মৃতদের পরিবারকে পরিষেবা দিয়ে গেছেন। বাঁকুড়া জেলা পুলিশ ও প্রশাসন পূজাকে শ্রেষ্ঠ মহিলার সম্মান দিয়ে সংবর্ধিত করেছে।

পূজা জুলোজি নিয়ে স্নাতক হয়েও সোস্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তরে বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে। এমন একজন ছাত্রী পেয়ে গর্বিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার থেকে ভাইস চ্যান্সেলর।

ইতিমধ্যে জেলার সমস্ত কলেজে থ্যালাসেমিয়া রোধে বক্তব্য রেখে কলেজ ছাত্র ছাত্রীদের উদ্বুদ্ধ করে অনেকাংশে সক্ষম হয়েছেন এই মারণ রোগে কোনো ভ্যাকসিন বা মেডিসিন নয়, বিয়ের আগে দু’জনের রক্ত পরীক্ষা করে বিয়ে হলেই থ্যালাসেমিয়া রোধ সম্ভব। পূজার কথায় আমি ঈশ্বরে বিশ্বাস করি। তাই বিবেকানন্দকে আদর্শ মেনে জীব সেবার মধ্যে শিব সেবার আনন্দ পাই। এদিন তিনি এলাকার মহিলাদের নিয়েই একটি রক্তদান শিবির ও থ্যালাসেমিয়া রোধে সেমিনার করলেন। তাতে কোনো পুরুষের ভূমিকা ছিল না। মহিলাদের নিয়ে একটি সচেতনতা র‌্যালিও শিল্পাঞ্চলের এলাকা পরিক্রমা করে। শিবরাত্রির ব্রত ও উপবাস উপেক্ষা করে ৩১ জন মহিলা এদিন রক্তদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *