সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: একদিকে দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতিতে অশান্তির আঁচ উত্তরোত্তর বেড়েই চলেছে, ইতিমধ্যেই পুলিশ সহ প্রাণ হারিয়েছেন ২২ জনেরও বেশি। তার মধ্যে পরিস্থিতির সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক সাম্প্রদায়িক পোস্ট করছেন সিপিএমের দুই নেতা মহম্মদ সেলিম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলে অভিযোগ। এই পোস্ট শহর কলকাতার সাম্প্রদায়িক সম্প্রীতিও নষ্ট করতে পারে। এই মর্মেই কলকাতা ও দিল্লি পুলিশের সাইবার ক্রাইম শাখায় মেল করে অভিযোগ জানালেন আইনজীবী শান্তনু সিংহ।
নিজের অভিযোগে শান্তনুবাবু জানিয়েছেন, রীতিমত অঙ্ক কষে বিভিন্ন ভুয়ো তথ্য দিয়ে উস্কানিমূলক পোস্ট করে চলেছেন সিপিএমের দুই নেতা। কোথাও তারা লিখছেন, হিন্দুরা মুসলিমদের মসজিদ ধ্বংস করে দিচ্ছে, আবার কোথাও লিখছেন হিন্দুরা মুসলিমদের ঘরে ঢুকে মারছে। কিন্তু দিল্লি পুলিশ জানাচ্ছে, দিল্লি অশান্ত থাকলেও এরকম কোনও ঘটনাই ঘটেনি।
ওই আইনজীবীর অভিযোগ, নিজেদের পলিটিক্যাল মাইলেজ বাড়াতে এই ধরনের পোস্ট করছেন ওই দু’জন নেতা। এতে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। অবিলম্বে এদের দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। পুলিশ সূত্রে খবর, ওই আইনজীবীর মেল অনুযায়ী ঘটনাটি নথিভুক্ত করে এফআইআর করা হয়েছে। আইনজীবীর দেওয়া তথ্যপ্রমাণের সঙ্গে মিলিয়ে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।
দিল্লি পুলিশের সাইবার ক্রাইমেও তিনি একই অভিযোগ করেছেন। দিল্লি পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেছে বলে শান্তনুবাবু জানিয়েছেন।