আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: সন্দেশখালিতে ১৪৪ ধারা খারিজ নিয়ে রাজ্যকে তোপ দাগলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার তিনি এক্স হ্যাণ্ডলে লিখেছেন, “যৌন শোষণের অভিযোগে অভিযুক্ত পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহান এবং তার সহযোগীদের বিরুদ্ধে মহিলাদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ দমন করতে সমগ্র সন্দেশখালি এলাকায় জারি করা হয়েছিল ১৪৪ ধারা৷ মাননীয় কলকাতা হাইকোর্ট এই ধারাকে বাতিল করেছে। এটি অত্যাচারী পশ্চিমবঙ্গ সরকার এবং অপদার্থ প্রশাসনের জন্য একটি উল্লেখযোগ্য ধাক্কা।
মমতা পুলিশ রাজ্যের বাকি অংশ থেকে সন্দেশখালিকে বিচ্ছিন্ন করেছিল যাতে লোকেরা টিএমসি নেতাদের মধ্যযুগীয় বর্বরতা সম্পর্কে জানতে না পারে।”
প্রসঙ্গত, সন্দেশখালিতে ১৪৪ ধারার পরিবর্তে মানুষের নিরাপত্তা বাড়াতে আরও বেশি সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারি বাড়াতে নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর। সন্দেশখালিতে আর ১৪৪ ধারা বজায় রাখার প্রয়োজনীয়তা নেই বলেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।