আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: বসন্ত পঞ্চমী উপলক্ষে ভারতীয় ডাক, পশ্চিমবঙ্গ সার্কেল মঙ্গলবার প্রকাশ করল বিশেষ পিকচার পোস্টকার্ড।
এই দিন এই পিকচার পোস্টকার্ডের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল, নীরজ কুমার। অনুষ্ঠানে তিনি বসন্ত পঞ্চমীর সাংস্কৃতিক গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
ভারতীয় ডাকের স্ট্যাম্প সংক্রান্ত ফিলাটেলি বিভাগ চিরকালই শিল্পী সত্ত্বায় পরিপূর্ণ বিভিন্ন জিনিস প্রকাশ করে। নীরজ কুমার বলেন, এই পিকচার পোস্টকার্ড, ডাক-সামগ্রী সংগ্রহে ইচ্ছুক ব্যক্তিদের কাছে এবং ডাকটিকিট বিশেষজ্ঞদের কাছে বিশেষ চাহিদার উদ্রেক করবে বলে তিনি বিশ্বাস করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন পোষ্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন, শশী শালিনী কুজুর ও সুপ্রিয় ঘোষ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিপিএস হেড কোয়ার্টার গৌতম সিংলা এবং ডাক বিভাগের কিছু বরিষ্ঠ আধিকারিক। এবারের সরস্বতী পুজোয় এটা সত্যিই এক অভিনব চমক। পিকচার পোষ্ট কার্ডটি কিনতে পাওয়া যাবে কলকাতা জিপিও’র ফিলাটেলিক বিভাগে।