পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুলাই: সরকারি আইনকে উপেক্ষা করেই গোপনে নাবালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্না অবস্থানে বসলো গোলাড় কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৪ নং গোলাড় গ্রাম পঞ্চায়েতের দাদপুর গ্রামে।
কন্যাশ্রী ক্লাবের সদস্যাদের অভিযোগ, গোলাড় হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী কোয়েল দোলই (১৬) এর ইচ্ছের বিরুদ্ধে তার বাবা- মা গোপনে অন্যত্র বিয়ে দিয়ে দিয়েছে, যা আইনত অপরাধ। শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলইয়ের বাড়িতে হাজির হয় গোলাড় হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করায় বাড়ির সামনেই ধর্না অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তাদের দাবি, কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে। তা নাহলে তারা ধর্না অবস্থান চালিয়ে যাবে।
তবে মেয়ের মা রেখা দোলই বলেন, মেয়ের বিয়ে তারা দেননি। মেয়ে নিজেই পালিয়ে গিয়ে দু’মাস আগে না জানিয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন। যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যারা। তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্না অবস্থান। অবশেষে সন্ধে নাগাদ তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে নেয় কন্যাশ্রী ক্লাবের সদস্যরা।