আমাদের ভারত, ব্যারাকপুর, ৩ জুন: খড়দহ ও কামারহাটি থানার যৌথ তল্লাশিতে পানিহাটি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় খড়দহ থানা ও কামারহাটি থানা যৌথ অভিযান চালালো পানিহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে। সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতি নাঈম আনসারীর বাড়ি থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর পরিমাণে গুলি।
পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৪টি দেশি পাইপ গান, ৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ, ৫ রাউন্ড .৩৮ এমএম গুলি, ৩ রাউন্ড ৭.৬২এমএম এবং ১ রাউন্ড .৩১৮ এমএম কার্তুজ উদ্ধার হয়। আজ সকালে মৌলানা সেলিম রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় নাঈম আনসারীকে।
তাকে এদিন ব্যারাকপুর মহাকুমা আদালতে তোলা হবে। আনসারীর বাড়িতে কোথা থেকে এত অস্ত্র এলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। গ্রেপ্তার নঈম আনসারী ওরফে নেপালিকে এদিন ব্যারাকপুর আদালতের উদ্যেশ্যে আনা হলে সেখানে সে সংবাদ মাধ্যমকে জানায়, স্থানীয় তৃণমূল কাউন্সিলরের সঙ্গে পরিচিতি থাকলেও ঘনিষ্টতা তেমন ছিল না তার। তৃণমূল দল করার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। যদিও সে তা স্বীকার করেনি।