গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৬ নভেম্বর: হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে গোঘাট থানার পক্ষ থেকে চুরি ডাকাতি ও অপরাধমূলক কাজ দমনের জন্য গোঘাট থানায় স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। বেশ কিছু স্বর্ণ ব্যবসায়ীদের সতর্কবার্তা ও পরামর্শ দেওয়া হয়। সিসিটিভি, অ্যালার্ম সিস্টেম, অ্যালার্ম লক, সিকিউরিটি গার্ড ও বিভিন্ন রকমের বিষয় নিয়ে একটি সভা করা হয়।
উপস্থিত ছিলেন, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট থানার ওসি সহ আরোও পুলিশ অফিসাররা। পুলিশের এই ভূমিকায় স্বর্ণ ব্যবসায়ীরা খুবই উৎসাহিত হয়েছেন। তাঁরা বলেন, পুলিশের এই ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ যে পদক্ষেপ নিয়েছে সেগুলি আমরা মেনে চলবো।