heatwave alert, প্রবল গরম উত্তর ভারতে, তাপপ্রবাহের সর্তকতা, মুসৌরি- দেরাদুন- নৈনিতালের তাপমাত্রা ৪৩ ডিগ্রি

আমাদের ভারত, ১৮ জুন: উত্তরবঙ্গে এবার তড়িঘড়ি বর্ষা ঢুকেছে কিন্তু দক্ষিণবঙ্গে আসবো আসবো করেও ঢুকছে না মৌসুমী বায়ু। যদিও দু-একদিনের মধ্যে বর্ষা ঢুকছে বলে খবর দিয়েছে হাওয়া অফিস। কিন্তু গোটা দেশের আবহাওয়া মোটেই ভালো নয়। উত্তর ভারতে তো বলা যায় ধরা ছোঁয়ার বাইরে বর্ষা। দেশের বিভিন্ন রাজ্যে চলছে তাপপ্রবাহ। হাঁসফাঁস করছে দিল্লি।

গত কয়েকদিন ধরে রাজধানীর তাপমাত্রা ৪৫- এর উপরে। কিন্তু অনুভূত হচ্ছে ৫০ ডিগ্রি। আবহবিদদের মতে গত ১২ বছরে এমন গরমের দাবদাহ দেখা যায়নি। মৌসম ভবন মঙ্গলবার দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবে লাল সর্তকতা জারি করেছে। এই রাজ্যগুলিতে আগামী কয়েক দিন তাপ প্রবাহ চলবে।

এরমধ্যে দিল্লিতে চলছে জল সঙ্কট এতে কার্যত নাজেহালে অবস্থা আম আদমির। বিদ্যুতের চাহিদাও প্রবল‌ বেড়েছে ফলে লোডশেডিং- এর সম্ভাবনা। সোমবার দিল্লি থেকে পশ্চিমবঙ্গগামী একটি বিমান তিন ঘন্টারও বেশি সময় দেরিতে ছাড়ে। কারণ হিসেবে জানা যায়, রানওয়ে অত্যধিক গরম হয়ে যাওয়ায় বিমান ছাড়তে দেরি হয়েছিল।

কেবল দিল্লি নয়, উত্তরাখন্ড, হিমাচলের শৈল শহর গুলিরও গরম থেকে রেহাই নেই। মুসৌরি, দেরাদুন, নৈনিতালের মত পার্বত্য এলাকাতে তাপমাত্রার ৪৩° পার করেছে। হিমাচল প্রদেশের কয়েকটি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁয়েছে। একই জায়গায় রয়েছে জম্মু। সোমবার সেখানকার তাপমাত্রা ৪০° পেরিয়ে গেছে।

তবে দক্ষিণের রাজ্যগুলিতে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসাম ভবন। প্রবল বৃষ্টি হবে কেরলের একাধিক জায়গায়, এমনকি সেখানে লাল সতর্কতাও জারি হয়েছে। এই কারণে তামিলনাড়ু, পুদুচেরি, কোদাইকানালে অতি ভারি বৃষ্টি হতে পারে। এই জায়গাগুলিতেও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *