কলকাতা–গঙ্গাসাগরের মধ্যে গতবারের থেকে ৩০টি বাস বেশি চালাবে এসবিএসটিসি

নীল বনিক, আমাদের ভারত, ২ জানুয়ারি: গতবারের থেকে এবার গঙ্গাসাগর মেলায় বেশি বাস চলাচ্ছে রাজ্য সরকার। বৃহস্পতিবার একথা জানান এসবিএসটিসির চেয়ারম্যান তমোনাশ ঘোষ।

তিনি বলেন, গতবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা ১৩০টি বাস কলকাতা থেকে গঙ্গাসাগরে চালিয়েছিল। তবে, এবারে ১৬৫টি বাস চালবে। প্রয়োজনে বাসের সংখ্যা আরও বৃদ্ধিপেতে পারে বলে জানিয়েছেন ফলতার বিধায়ক। তিনি বলেন, পূণ্যার্থীদের কথা মাথায় রেখে বাসভাড়া বাড়ায়নি এসবিএসটিসি। গতবার কলকাতা থেকে ভাড়া ছিল ৬০ টাকা। আর হাওড়া থেকে গঙ্গাসাগর পর্যন্ত ভাড়া ছিল ৬৫ টাকা। এবারও তাই রয়েছে বলে জানান সংস্থার চেয়ারম্যান। এবার গঙ্গাসাগর মেলায় বেশি ভিড় হবে। কুম্ভ না থাকায় পূণ্যার্থী বেশি আসবে। তার জন্য এসবিএসটিসি তৈরি বলে জানান তমানোষ ঘোষ।


ছবি: তমোনাশ ঘোষ।

এছাড়া, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বেশি করে বাস চালাবে। জেলার পূণ্যার্থীদের কথাও রাজ্য সরকার মাথায় রেখেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *