ঘাটাল মাস্টারপ্ল্যানের টাকা তছরুপের অভিযোগ করলেন সায়ন্তন বসু

আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ অর্থ তৃণমূলের সরকার লুট করেছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির নেতা সায়ন্তন বসু। বুধবার ঘাটালে নাগরিকত্ব আইনের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে গিয়ে  তিনি এই অভিযোগ করেন।তিনি জানান, এনআরসি নিয়ে অনেক ভুল ও মিথ্যে প্রচার চালাচ্ছে তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু এনআরসি বিলটি শুধুমাত্র হিন্দু বাঙালীদের নাগরিকত্ব দেওয়ার বিল। সংশোধিত এই বিলে কাউকে তাড়ানো হবে না। কারও নাগরিকত্বও কেড়ে নেওয়া হবে না।

সায়ন্তন বসু জানান, বন্যার সময় ৬/৭ ফুট জলে ডুবে থাকে ঘাটাল। এজন্য বাড়ি গুলি হিমাচল প্রদেশের মতো উঁচুতে। ৭০ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হল না। ২০১১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ক্ষমতায় এসে বলেছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করবেন। ৯ বছর পেরিয়ে গেলেও কিছুই হয়নি। আমরা কেন্দ্র সরকারের কাছে জানবো ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কত টাকা মঞ্জুর হয়েছিল। এর ক্যাগ রিপোর্ট প্রকাশ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *