দিঘার শিল্প সম্মেলনে যারা চপমুড়ি শিল্প করে তারা এসেছিলেন : সায়ন্তন বসু

আমাদের ভারত, দিঘা, ১৩ ডিসেম্বর: দিঘার শিল্প সম্মেলনে শিল্প নিয়ে কোনো আলোচনা হয়নি। শিল্পপতিরা খেতে পাননি। সিভিক ভলান্টিয়াররা খেতে পায়নি। এই নিয়ে তারা আন্দোলন করেছে। সেই নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে। আম্বানী, গোয়েঙ্কা বা গোদরেজের মত কোনও নামকরা শিল্পপতি আসেননি। এলেও তাদের কর্মচারীরা এসেছেন। যারা চপ মুড়ি শিল্প করে, মুখ্যমন্ত্রীকে ফান্ডিং করে তারা এসেছিলেন। আর যাইহোক এই করে শিল্প হবে না পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী শ্বেতপত্র দিন এই সম্মেলন করতে কত খরচা হয়েছে আর কত টাকা বিনিয়োগ এসেছে। কাঁথি আদালতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিল্প সম্মেলন নিয়ে কথাগুলি বলেছেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

আজ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু কাঁথি কোর্টে জামিন নিতে উপস্থিত হয়েছিলেন।
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের কাঁথিতে জনসমাবেশের পর বিশৃঙ্খলা সৃষ্টির জন্য পুলিশ বিজেপির রাজ্য নেতৃত্ব, জেলা ও মন্ডল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই মামলার জন্য সায়ন্তন বসু আজ কাঁথি আদালতে হাজিরা দেন। কাঁথি মহকুমা আদালতের তৃতীয় জুডিশিয়াল ম‍্যাজিস্ট্রেট প্রতিমা শুক্লা মহাশয়া ৫০০০ টাকার বেলবন্ডে সায়ন্তন বসুকে জামিন দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *