রাজেন রায়, কলকাতা, ২৬ নভেম্বর: স্বাস্থ্য সাথী প্রকল্পকে এ বার সর্বজনীন করার কথা ঘােষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁরা কোনওরকম স্বাস্থ্য বিমার সুযােগ পান না, তারা সবাই এই প্রকল্পের আওতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুযােগ পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেছেন।
রাজ্যের সাড়ে সাত কোটি পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আনার লক্ষ্য ছিল সরকারের। আরও আড়াই কোটি মানুষকে এই প্রকল্পের আওতায় আনা হবে। আর মাথা পিছু ৫ লক্ষ টাকা বিমা নয়, পরিবার পিছু ৫ লক্ষ টাকা বিমা। তবে পরিবারের কোনও এক সদস্যের জন্য পুরাে বিমার টাকা অর্থাৎ ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা নেওয়া যাবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্যাশলেস প্রক্রিয়ায় সরকারি হাসপাতাল ছাড়াও দেড় হাজার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহােমকে এর আওতায় এম প্যানেল করা হয়েছে। দুয়ারে দুয়ারে গিয়ে বা ব্লক ক্যাম্পেনিং করার সময় জনসাধারণের কাছে তথ্য নেওয়া হবে। তারপর যথাসময়ে কার্ড পৌঁছে দেওয়া হবে।
যদিও বিজেপির দাবি, আয়ুষ্মান ভারত প্রকল্পে দু’বছর আগে থেকেই বীমা না থাকা মানুষের জন্য এই প্রকল্প চলছিল। এখন ভোট সামনে রেখে মানুষের মন জয় করতে এই পরিকল্পনা মুখ্যমন্ত্রীর। যদিও রাজ্য প্রশাসনের আসল স্বরূপ ধরে ফেলেছেন সাধারণ মানুষ আর সেটা আগামী বিধানসভা নির্বাচনের ফলাফলে বোঝা যাবে।