পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: রামজীবনপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পুরাতন বাজারে কামারপাড়ার অগ্নিচক্র ক্লাবের উদ্যোগে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের আদলে তৈরি করা হয়েছে এবারের সরস্বতী পুজোর মন্ডপটি। তার পাশাপাশি মন্ডপে ফুটিয়ে তোলা হয়েছে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের প্রবেশ পথের পাশাপাশি জানালা দরজা ও সেখানে থাকা বিভিন্ন মনীষীদের মূর্তি।
ক্লাবের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, ২০২৫ সালের জানুয়ারি মাসে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা মিলে রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনের শতবার্ষিকী অনুষ্ঠান পালন করেন। সেই শতবার্ষিকী অনুষ্ঠানকে চির স্মরণীয় করে রাখতে রামজীবনপুর অগ্নিচক্র ক্লাবের সদস্যদের উদ্যোগে তৈরি করা হয়েছে সরস্বতী পুজোর এবারের থিম। কোনো সরকারি সাহায্য ছাড়াই ক্লাবের সদস্য ও এলাকাবাসীদের সহযোগিতায় থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন রামজীবনপুর বাবুলাল বিদ্যাভবনকে বলে জানিয়েছেন তারা।
প্রত্যেক বছরের মতো এ বছরও জাঁকজমকপূর্ণভাবে চলছে সরস্বতী পুজোর নানান অনুষ্ঠান। এই থিম দেখে খুশি রামজীবনপুরবাসী সহ পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষজন ও দর্শনার্থীরা। তাদের এই থিম দেখে সাধুবাদ জানিয়েছেন অনেকেই, তার পাশাপাশি সাদুবাদ জানিয়েছেন রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি। তিনি ওই ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন।