সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৮ ডিসেম্বর: আগামী ২০ ডিসেম্বর থেকে বাঁকুড়া জেলায় আরও একটি স্থায়ী মেলা চালু হতে চলেছে। মা সারদার আবির্ভাব দিবসে জয়রামবাটিতে এই মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার প্রস্তুতির প্রাথমিক কাজ প্রায় শেষের দিয়ে। এই মেলা উদ্বোধনের তোড়জোড় চলছে জোরকদমে।
মা সারদার জন্মতিথি উপলক্ষে এই মেলার আয়োজন করতে চলেছেন স্থানীয় গ্রামবাসীরা। স্হানীয় অধিবাসীরা এই মেলার নাম দিয়েছেন সারদা মেলা। জেলার স্থায়ী মেলার তালিকায় এটা নবম সংযোজন। এই নতুন মেলা জয়রামবাটির মাতৃমন্দির সংলগ্ন মাঠে আগামী ২০ থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রতিবছর ২২ ডিসেম্বর মাতৃমন্দিরে পালিত হয় মা সারদার আবির্ভাব তিথি।১৮৫৩ সালের ২২ ডিসেম্বর জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন মা সারদা। পরবর্তীতে রামকৃষ্ণ মিশন মা সারদার জন্মভিটেতে গড়ে তোলে মাতৃমন্দির। এই মাতৃমন্দির প্রতিষ্ঠার পর থেকেই জয়রামবাটিতে প্রতি বছর মা সারদার আবির্ভাব তিথি পালিত হয়ে আসছে।প্রতিবছর ২২ ডিসেম্বর বিশেষ পুজা, হোম, নাম গান, মায়ের কথা পাঠ সহ বিভিন্ন ভক্তিমূলক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালনের আয়োজন করে মাতৃ মন্দির কর্তৃপক্ষ। এবার যুক্ত হতে চলেছে মেলা।
কামারপুকুরে রামকৃষ্ণদেবের জন্মদিনকে উপলক্ষ্য করে যেমন মেলার আয়োজন করা হয়ে থাকে ঠিক তারই অনুকরণে এবার জয়রামবাটিতে হবে সারদা মেলা। মা সারদার জন্মদিনে স্থানীয় বাসিন্দারা সম্মিলিত ভাবে আয়োজন করতে চলেছেন এই সারদা মেলার। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি মেলার সব রকম প্রস্তুতি থাকছে। এই মেলার বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে স্থানীয় নদে গঙ্গা আরতি। হরিদ্বার থেকে একদল সাধুকে এনে এই গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে বলে জানাগেছে। এই মেলা ঘিরে ইতিমধ্যেই স্থানীয়দের মধ্যে দেখা যাচ্ছে উন্মাদনা। জয়রামবাটির মানুষ চাইছেন, এই মেলা জনপ্রিয় হয়ে উঠুক। সেই লক্ষ্যে তারা প্রচারও শুরু করে দিয়েছেন। মেলা কমিটির পক্ষেও প্রচার চালানো হচ্ছে।