সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৫ ফেব্রুয়ারি:
গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। পর্যবেক্ষণের জন্য তাঁকে আইসিইউতে রেখেছেন চিকিৎসকেরা৷
মঙ্গলবার গভীর রাতে বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সন্তু মুখোপাধ্যায়। তীব্র শ্বাসকষ্ট শুরু হয় তার। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় ঢাকুরিয়া আমরি হাসপাতালের। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে স্বস্তিকা মুখোপাধ্যায়। চিকিৎসকরা পরীক্ষা করে সঙ্গে সঙ্গে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে স্থানান্তরিত করেন।
চিকিৎসকেরা জানাচ্ছেন, সন্তু মুখোপাধ্যায়ের শরীরে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল। পটাশিয়াম এর মাত্রাও অনেকটা পড়ে যায়। সঙ্গে শ্বাসকষ্ট তো ছিলই। দীর্ঘদিন ধরে হাইপারটেনশন ও সুগার ছিল সন্তু মুখোপাধ্যায়ের। প্রাথমিকভাবে চিকিৎসকেরা উদ্বিগ্ন থাকলেও চিকিৎসায় সাড়া দিতে থাকেন সন্তু মুখোপাধ্যায়। এখন তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাঁকে রাখা হবে চিকিৎসকদের কড়া নজরে৷
তরুণ মজুমদারের ‘সংসার সীমান্ত’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল অভিনেতা সন্তু মুখোপাধ্যায়ের। তারপরে প্রায় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নেন সন্তু মুখোপাধ্যায়। ‘হারমোনিয়াম’, ‘ব্যাপিকা বিদায়’, ‘অগ্নিপথ’, ‘দেবদাস’, ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রে অভিনয় করছেন সন্তু মুখোপাধ্যায়। বর্তমানে বেশ কিছু টেলি ধারাবাহিকে নিয়মিত অভিনয় করতে দেখা যায় তাঁকে৷