মেট্রোভবনে গান্ধীজির ১১১ ফুট দেওয়ালচিত্র

তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ৫ ফেব্রুয়ারি: মেট্রোরেলের জেনারেল ম্যানেজার শ্রী মনোজ যোশী আজ সন্ধ্যায় কলকাতার মেট্রো রেল ভবনে ১১১ ফুট দীর্ঘ মহাত্মা গান্ধীর একটি দেওয়াল-চিত্রের উদ্বোধন করেন। জাতির জনকের প্রতিকৃতি ছাড়াও কলকাতার সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষরবাহী কিছু প্রতীকও রয়েছে এই দেওয়াল চিত্রের মধ্যে। উপস্থিত ছিলেন মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
 
রেল মন্ত্রক বর্তমানে দেশের নানা রাজ্যে জাতির জনক গান্ধীজির জন্মের সার্ধশতবর্ষ উদযাপন করছে সাড়ম্বরে। সেই সূত্র ধরেই, মেট্রোরেল ভবনের প্রবেশপথের দেওয়ালে ১০ ফুট উচ্চতার এই খোদিত চিত্রে গান্ধীজির জীবনী ও কাজের কিছু নমুনা তুলে ধরা হয়েছে। “গান্ধীজির পদযাত্রা এবং চরকা কাটার ছবিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া বাংলার সংস্কৃতির কিছু নিদর্শনও রয়েছে এই দেওয়াল চিত্রে।’

মনোজ যোশী জানান, কলকাতার লোকনাথ ইঞ্জিনিয়ারিংয়ের ক্রিয়েটিভ বিভাগের শিল্পীরা দেশের দীর্ঘতম এই দেওয়ালচিত্র নির্মাণের পরিকল্পনা করে। শিল্পী দলের প্রধান সুব্রত গাঙ্গুলি বলেন, ‘ত্রিশূরের একটি ধর্মীয় সংস্থার হয়ে ৭০ ফুট দীর্ঘ একটি দেওয়াল চিত্র আগে আমরা তৈরি করেছিলাম। সেই অভিজ্ঞতা ছিল। এবার মেট্রোরেল ভবনের প্রবেশদ্বারের কাছে গান্ধীজির এই দেওয়ালচিত্রটি তৈরি করলাম। এই ছবি দেশের মধ্যে দীর্ঘতম।’

সুব্রত গাঙ্গুলি জানান, গান্ধীজির জীবন দর্শন ও বাংলার সংস্কৃতি এই প্রতিকৃতিতে ভাস্বর হয়ে উঠেছে ফাইবার-গ্লাসের সূক্ষ কারুকাজ এবং ব্রোঞ্জের ছোঁয়ায়। এই দেওয়ালচিত্রটি এমনভাবে তৈরি হয়েছে যে এর জৌলুস বজায় রাখতে বিশেষ রক্ষণাবেক্ষণেরও প্রয়োজন নেই।’

গান্ধীজির জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে রেলবিভাগের পক্ষ থেকে বিভিন্ন আঞ্চলিক দপ্তরে নির্দেশিকা জারি হয়েছে স্থাপত্য বা দেওয়াল-চিত্রের মাধ্যমে তাঁর জীবনী ও বাণী প্রতিফলিত করার জন্য। সেই কারণে কলকাতার মেট্রোরেল ভবনে এই দেওয়ালচিত্র আঁকা হল বলেই এদিন মেট্রোকর্তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *