cultural event, Bankura, সংস্কৃতি চক্র সম্মান প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বাঁকুড়ায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ এপ্রিল:
এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অকাল প্রয়াত সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব জয়ন্ত বরাট ও সঙ্গীত শিল্পী জয়দেব বরাট স্মৃতি সংস্কৃতি চক্র সম্মানে ভূষিত হলেন বর্ষীয়ান সঙ্গীত শিল্পী কৃষ্ণা আচার্য। এছাড়াও মরোনত্তর সম্মান প্রদান করা হয় তবলাবাদক কেদার বন্দোপাধ্যায়’কে।

গতকাল সন্ধ্যায় বাঁকুড়া বঙ্গবিদ্যালয় সভাগৃহে ভারতীয় সংস্কৃতি চক্র আয়োজিত অনুষ্ঠানে কৃষ্ণা আচার্যের হাতে স্মারক সম্মান তুলে দেন সংস্থার সভাপতি ডাঃ জীতেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। প্রয়াত তবলাবাদক কেদার বন্দোপাধ্যায়ের পুত্র মরোনত্তর সম্মান স্বরূপ স্মারক ও মানপত্র গ্রহণ করেন। শক্তিমায়া সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বৃন্দাবন বরাটের পরিচালনায় সমবেত বেদমন্ত্র ও রবীন্দ্র সঙ্গীতের মাধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এদিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য, গীতি আলেখ্য, ছড়ার গান ইত্যাদি পরিবেশিত হয়। শ্রাবন্তী সেনের পরিচালনায় নৃত্য গীতি আলেখ্য দর্শকদের প্রশংসা লাভ করে। সংস্থার সহকারী সম্পাদক বুদ্ধদেব পাল জানান, সুস্থ সাংস্কৃতিক পরিমন্ডল গড়ে তোলার লক্ষে প্রতিষ্ঠিত তাদের সংস্থা বিগত কয়েক বছর ধরেই সংস্কৃতি জগতের বিশিষ্ট জনদের সংস্কৃতি সম্মান প্রদান করে আসছে। সঞ্জয় গাঙ্গুলির সঞ্চালনায় এদিনের অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *