অযোধ্যার রামমন্দির দর্শনের আমন্ত্রণ নিয়ে শিল্পীদের বাড়ি বাড়ি যাচ্ছে সংস্কার ভারতী

আমাদের ভারত, কলকাতা, ১৩ জানুয়ারি: রাজ্য জুড়ে শিল্পী সম্পর্ক অভিযান শুরু করেছে সংস্কার ভারতী। অযোধ্যায় শ্রীরাম জন্মভূমি মন্দির উদ্বোধন উৎসব উপলক্ষ্যে অক্ষত তন্ডুল, রামমন্দিরের চিত্র ও আমন্ত্রণ পত্র নিয়ে শিল্পীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সংস্কার ভারতীর শতাধিক শিল্পী।

অখিল ভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ রাজ্য সমিতির উদ্যোগে অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিররে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রমের আমন্ত্রণ–পত্র নিয়ে শিল্পীদের বাড়ি পৌঁছে আমন্ত্রণপত্র দেওয়ার কাজ শুরু করেছে সংস্কার ভারতীর শতাধিক শিল্পী। উল্লেখ্য শ্রীশ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের পক্ষ থেকে সারা দেশে ১ জানুয়ারি থেকে ১৫ই জানুয়ারি পর্যন্ত রামভক্তদের বাড়িতে রাম মন্দিরের আমন্ত্রণ নিয়ে পৌঁছে যাচ্ছেন তীর্থ ক্ষেত্র ন্যাসের সদস্যরা। এই উদ্যোগকে অন্য মাত্রা দিয়েছে সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী। সারা রাজ্যের প্রতিটি জেলায় সংস্কার ভারতীর ১৪২০ জন শিল্পীরা রাস্তায় নেমেছে। শিল্পী সংগঠন হওয়ার সুবাদে শিল্পীদের মধ্যে সংস্কার ভারতীর সম্পর্ক দীর্ঘ দিনের। সেই সম্পর্ককে আরও সুমধুর করে তুলতে শিল্পীদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তারা।

তাদের আমন্ত্রণ পত্র দেবার তালিকায় যেমন আছেন চিত্রশিল্পী, পট শিল্পী, নাট্য শিল্পী, সংগীত শিল্পীর মত বিভিন্ন বিধার শিল্পীরা। এমনকি পুরাতাত্ত্বিক গবেষকরাও এই তালিকায় রয়েছেন।

সংস্কার ভারতীর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক তিলক সেনগুপ্ত জানান, “রাম মন্দির আমাদের কাছে একটা রাষ্ট্র মন্দির। এর সঙ্গে ধর্মের পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্র হিসেবে গড়ে উঠছে এই রাম মন্দির। বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের পর টানা তিন মাস প্রতিদিন রাম মন্দির চত্বরে দেশ-বিদেশের শিল্পীরা তাদের শিল্পকলা পরিবেশন করবেন। আমাদের কাছে এই মন্দির একটি জাতীয় সংস্কৃতির অঙ্গন। আমাদের রাজ্য থেকেও  শিল্পীরা যাতে ঐ সংস্কৃতি ক্ষেত্র দর্শনে যায় তার আমন্ত্রণ জানাতে  আমরা শিল্পীদের বাড়ি বাড়ি যাচ্ছি। এখানে কোন জাতিগত ধর্মীয় রাজনৈতিক ভেদাভেদ নেই।

বাংলার প্রখ্যাত লোকসংগীত শিল্পী, স্বপ্না চক্রবর্তী বলেন, “আমি এই আমন্ত্রণ পেয়ে খুশি, একবার ইচ্ছে ছিল রাম মন্দিরের অঙ্গনে বসে প্রভুর সামনে ভজন করার। কিন্তু এই বয়সে অসক্ত শরীর দিতে পারব কিনা জানিনা’।

প্রসিদ্ধ সন্তুর বাদক পন্ডিত তরুণ ভট্টাচার্য বলেন, “আমরা আনন্দিত সংস্কার ভারতী বাংলার শিল্পীরা বাড়ি বাড়ি গিয়ে রাম মন্দির দর্শনের আমন্ত্রণ দিচ্ছে।”

শিল্পী সম্পর্ক অভিযান শেষে আগামী ২১ জানুয়ারি বিকালে ভারতীয় যাদুঘরের আশুতোষ হলে নমামি রঘুবীরম্ শীর্ষক, প্রকাশ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে সংস্কার ভারতী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *