নিজেদের গুরুত্বপূর্ণ ইউনিট চিন থেকে ভারতে সরিয়ে আনছে স্যামসাং, ৪৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে সংস্থা নয়ডায়

আমাদের ভারত, ১২ ডিসেম্বর: চিন থেকে মোবাইল ও আইটি ডিসপ্লে ইউনিট সরিয়ে ভারতে নিয়ে চলে আসছে দক্ষিণ কোরিয়া বৃহৎ প্রযুক্তি কোম্পানি স্যামসাং। ৪৮২৫ কোটি টাকা স্যামসাং উত্তরপ্রদেশে বিনিয়োগ করবে বলে জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের এক মুখপাত্র।

নয়ডাতে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য উত্তর প্রদেশের সরকার স্যামসাং ডিসপ্লে প্রাইভেট লিমিটেডকে বিশেষ সুবিধা দেবে। স্যামসাংয়ের ওই কেন্দ্র হবে কোম্পানির প্রথম হাই টেকনিক প্রজেক্ট। বিশ্বে এই ধরনের কেন্দ্র তৃতীয়।

নয়নারে ইউনিটে ৫১০ জনের সরাসরি কর্মসংস্থান হবে। এছাড়াও অপ্রত্যক্ষ কর্মসংস্থান তো হবেই। নয়ডাতে ইতিমধ্যেই স্যামসাংয়ের উৎপাদন কেন্দ্র রয়েছে। ২০১৮-য় প্রধানমন্ত্রী উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেছিলেন।

এই প্রকল্পের মাধ্যমে এক্সপোর্ট হাব হিসেবে উত্তরপ্রদেশের পরিচয় গড়ে উঠবে এবং রাজ্যে আরো বেশি প্রত্যক্ষ বিদেশি লগ্নির পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। গত শুক্রবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের স্যামসাংয়ের এই বিশেষ কেন্দ্র স্থাপনে বিশেষ সুযোগ-সুবিধা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *