Amit Shah, BJP, “তাঁর জীবন জাতির জন্য উৎসর্গ করেছিলেন”, বালাসাহেব দেওরসকে শ্রদ্ধা অমিত শাহর

আমাদের ভারত, ১১ ডিসেম্বর: “বালাসাহেব দেওরসজি মাতৃভূমির জন্য সেবা ও আত্মত্যাগকে তাঁর জীবনের লক্ষ্য করেছিলেন। তাঁর জীবন জাতির জন্য উৎসর্গ করেছিলেন।” বুধবার এক্সবার্তায় আরএসএস-এর প্রয়াত অন্যতম প্রাণপুরুষকে এভাবেই শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “সামাজিক সম্প্রীতির প্রবর্তক, মহান চিন্তাবিদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৃতীয় সরসঙ্ঘচালক পরম শ্রদ্ধেয় বালাসাহেব
দেওরসজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

জরুরি অবস্থার বিরুদ্ধে গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অতুলনীয় অবদান রেখেছিলেন। অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর চিন্তাধারা সামাজিক ঐক্যের অনুভূতিকে শক্তিশালী করেছিল। বালাসাহেব দেওরসজির জীবন ও দর্শন প্রতিটি দেশপ্রেমিকের জন্য অনুপ্রেরণার উৎস।”

প্রসঙ্গত, পুরো নাম ছিল মধুকর দত্তাত্রয় দেওরস। ১৯১৫-র ১১ ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম। উজ্জ্বল সংগঠক এবং কৌশলগত চিন্তাবিদ হিসেবে পরিচিত বালাসাহেব ১৯৭৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সরসঙ্ঘচালক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *