পুরুলিয়ায় গ্রামীণ সম্পদ কর্মীদের করোনা আবহে আক্ষেপ

সাথী দাস, পুরুলিয়া, ২৫ জুলাই: করোনা আবহে পতঙ্গ বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি জারি রয়েছে পুরুলিয়ায়। এই কর্মসূচিতে সরাসরি যুক্ত গ্রামীণ সম্পদ কর্মীরা। তাঁদের আক্ষেপ, কোনও বিমা, নেই চাকরির তকমা।এমন কি উল্লেখযোগ্য পারিশ্রমিক পান না তাঁরা। এক প্রকার নিরুপায়। সংকটকালে সরকারি নির্দেশ মেনে লকডাউনেও কাজ করে যাচ্ছেন এই গ্রামীণ সম্পদ কর্মীরা। তাঁদের অভাব থাকলেও নেই অভিযোগ। নিঃশব্দে কাজ করে চলেছেন গ্রামে প্রান্তরে। সমাজকে সুস্থ রাখার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন যে তাঁরা।

তবে, দাবি অবশ্যই রয়েছে তাঁদের। ন্যূনতম মজুরি অন্তত সরকারি হারে দেওয়া হোক তাঁদের। সারা মাস ঝুঁকি নিয়ে কাজ করে যা দেওয়া হয়, তাতে সংসার চলে না তাঁদের। অন্তত করোনা পরিস্থিতিতে নূন্যতম সুরক্ষা পোশাকেরও দাবি রয়েছে তাঁদের।

জেলা সামাজিক নিরীক্ষা ইউনিটের অধীনে তাঁরা কাজ করেন। গ্রাম পঞ্চায়েত পিছু ১০ জন করে নিয়োগ করা হয়েছে তাঁদের এর মধ্যে একজন তদারক কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *