BJP, Naihati, মানুষ ভোট দিতে পারলে জেতার ব্যাপারে আশাবাদী নৈহাটির বিজেপি প্রার্থী রূপক মিত্র

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ অক্টোবর:
আগামী ১৩ তারিখ রাজ্যের ৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে উপ নির্বাচন। আর জি কর কাণ্ডের আবহে বাংলায় প্রথম নির্বাচন হচ্ছে। শনিবার নৈহাটি কেন্দ্রের প্রার্থী হিসেবে রূপক মিত্রের নাম ঘোষিত হয়েছে। আর রবিবার নৈহাটি কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হলো সনৎ দের। আর নাম ঘোষণা হতেই বিজেপি প্রার্থী ও তৃণমূলের প্রার্থী দু’জনেই বড় মায়ের কাছে পুজো দিয়ে শুরু করলেন তাদের প্রচার।

প্রসঙ্গত, এই নৈহাটি কেন্দ্রের বিধায়ক ছিলেন পার্থ ভৌমিক। কিন্তু তিনি লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ নির্বাচিত হওয়ায় এই কেন্দ্রে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নৈহাটি বিধানসভা উপনির্বাচনে বিজেপির তরফ থেকে প্রার্থী করা হয়েছে ব্যারাকপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্রকে। রবিবার বেলায় নৈহাটির ঐতিহ্যবাহী ও জাগ্রত মন্দির বড়মার কাছে পুজো দিলেন গেরুয়া শিবিরের প্রার্থী রূপক মিত্র। পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রূপক মিত্র বলেন, মানুষ ভোট দিতে পারলে একশো শতাংশ জিতবে। নৈহাটিবাসীর কাছে আবেদন, আপনারা ১৩ বছর তৃণমূলকে দেখেছেন। ১৩ মাসের জন্য বিজেপিকে বিশ্বাস করে দেখুন।

এদিন রূপক মিত্র ছাড়াও বড়মার মন্দিরে হাজির ছিলেন ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলা সভাপতি সন্দীপ ব্যানার্জি প্রমুখ। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জেতার ব্যাপারে আশাবাদী বিজেপি প্রার্থী এদিন বলেন, “নৈহাটি কেন্দ্রের মানুষ প্রমাণ করেছে যে তাদের
শিরদাঁড়াটা সোজা আছে। নির্বাচনে যেন তারা দেখাতে পারেন তাদের শিরদাঁড়া সোজা আছে সেই প্রার্থনা করেছি। আমাদের সাথে মানুষ আছে। নৈহাটির মানুষ নির্বাচনে বুঝিয়ে দেবে।”

অপর দিকে নৈহাটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা তৃণমূল কাউন্সিলর সনৎ দে’কে মনোনীত করেছে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস। নৈহাটি বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হিসেবে সনৎ দে’র নাম ঘোষণা হওয়ার পরেই তিনি নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার মন্দিরে পুজো দিতে আসেন। তার সঙ্গে মন্দিরে উপস্থিত ছিলেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় ও তার দলীয় কর্মী সমর্থকরা। বড়মার আশীর্বাদ নিয়ে তৃণমূল প্রার্থী বলেন, গোটা নৈহাটির মানুষ তৃণমূলকেই প্রথম হিসাবে বেছে রেখেছে। বিরোধী দলের প্রার্থীরা নিজেদের মধ্যে ঠিক করছে কে দ্বিতীয় বা তৃতীয় হবে। জয়ের ব্যাপারে আমি নিশ্চিত। নৈহাটি বিধানসভার নির্বাচনে তাকে মনোনীত করার জন্য তিনি দলের সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল সাংসদ পার্থ ভৌমিককে ধন্যবাদ জানান।

এদিন তিনি পুজো দিয়ে বেরিয়ে নিজের ভোট প্রচার প্রসঙ্গে বলেন, “আমার নাম ঘোষণা হতেই আমি পার্থ ভৌমিকের কাছে গিয়ে আশীর্বাদ নিয়ে এসেছি। আমি প্রতিবারের মত বড় মায়ের পুজোতে যেমন ব্যস্ত থাকবো তেমন ভোটের প্রচার করবো। সব পর্ব সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে যাতে মেটে সেই প্রার্থনা করেছি মায়ের কাছে। তবে বিরোধী বিজেপি প্রার্থী নৈহাটিতে মহিলাদের নিরাপত্তা নেই বলে যে অপপ্রচার চালাচ্ছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। বরং বিজেপি প্রার্থীর এলাকায় মহিলারা, তার অত্যাচারে নির্ভয়ে চলতে পারে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *