আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ জুলাই: ব্যারাকপুরের বিজেপি নেতা মনিশ শুক্লা খুনের ঘটনায় বিহারের বেউড় জেল থেকে ব্যারাকপুর আদালতে আনা হলো মূল অভিযুক্ত সুবোধ সিংয়ের সাগরেদ রোশন যাদবকে।
২০২০ সালের ৪ অক্টোবর দুষ্কৃতীদের গুলিতে খুন হন বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৎকালীন সদস্য তথা টিটাগড় পৌরসভার পৌর পিতা মণিশ শুক্লা। সেই ঘটনায় নাম জড়ায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের। দীর্ঘ চার বছর ধরে তদন্ত চলার পর পুলিশ জানতে পারে এই ঘটনায় সুবোধ সিংয়ের বেশ কয়েকজন সাগরেদ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, যার মধ্যে অন্যতম ভূমিকা পালন করেছে এই রোশান যাদব বলে পুলিশ মনে করছে।
ধৃতকে আজ ব্যারাকপুর আদলাতে পেশ করা হয়। গতকাল বিহারের বেউর জেল থেকে রওনা দিয়েছিল বিহার পুলিশ। আজ অভিযুক্তকে ব্যারাকপুর আদলাতে পেশ করা হয়।