নীল বনিক, আমাদের ভারত, ২০ জানুয়ারি:
কংগ্রেসের অনশন সত্যাগ্রহের স্থান পরিবর্তন নিয়ে মমতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস নেতা রোহন মিত্র। সিএএ এর প্রতিবাদে সোমবার মল্লিকবাজারে কর্মসূচি নিয়েছিল কংগ্রেস। কিন্তুু পুলিশ কংগ্রেসকে কর্মসূচি পালন করতে দেয়নি বলে অভিযোগ করেন সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র। তিনি বলেন পুলিশের অনুমতি না পেয়ে তারপর মধ্য কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে নোনাপুকুর ট্রাম ডিপোর সামনে আগামী ৪৮ ঘন্টার জন্য অনশন শুরু করেছে কংগ্রেস কর্মীরা।
রোহন মিত্রের সঙ্গে কলকাতার যুব কংগ্রেস কর্মীরাও অনশনে বসেছেন। তবে, এদিনের এই অবস্থান-বিক্ষোভ মল্লিক বাজার মোড়ে হওয়ার কথা ছিল। পুলিশের অনুমতি নেওয়া ছিল বলেও দাবি যুব কংগ্রেস নেতা রোহন মিত্রের। কিন্তু তারপরেও মল্লিক বাজার মোড়ে তাদের অবস্থান সত্যগ্রহ করতে দেওয়া হয়নি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে এই আন্দোলন নয়। তবুও তাদের নির্দিষ্ট জায়গায় এই আন্দোলন করতে দেওয়া হলো না বলে ক্ষোভপ্রকাশ করেন রোহন মিত্র।