আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ ফেফেব্রুয়ারি: দিল্লিতে কৃষক আন্দোলনের উপরে কেন্দ্রীয় সরকারের দমন পীড়নের অভিযোগে কংগ্রেসের সহযোগী দলগুলোর পক্ষ থেকে বারাসাত ডাকবাংলা মোড়ে পথ অবরোধ করা হয়। শনিবার বারাসাত ডাকবাংলা মোড়ে প্রায় ৫০০ জন সিপিএম ও কংগ্রেসের কর্মীরা দুদিকের রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের দাবি, যেভাবে কেন্দ্রীয় সরকার কৃষি আইন এনেছে সেটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরে বারাসাত থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।