আমাদের ভারত, মুর্শিদাবাদ, ৬ ফেব্রুয়ারি: বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলের সদস্যরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। নবাবনগরী মুর্শিদাবাদে এবার বিজেপিও নামল শক্তি প্রদর্শনে।
শনিবার সকাল থেকে মুর্শিদাবাদ পৌরসভার অন্তর্গত ২নং ওয়ার্ডে বিজেপির দেওয়াল লিখন শুরু হল। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ দেওয়াল লিখন শুরু করেন।
গৌরী শঙ্কর ঘোষ বলেন, বিধানসভা নির্বাচনে আমরা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে ব্যাপক ভোট নিয়ে জয়লাভ করব এবং বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা ও প্রার্থীপদ ঘোষণা না হলেও এখন থেকেই দেওয়াল লিখন শুরু করে আমরা প্রচার করছি এবং তৃণমূলের অপশাসন থেকে অতি দ্রুত যেন মুক্তি পান পশ্চিমবঙ্গে মানুষ, তার জন্য আমরা সংকল্প করেছি।