আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২২ এপ্রিল: লকডাউন চলছে প্রায় একমাস ধরে। কিন্তু কোনও ভাবে এলাকার সাধারণ মানুষজন সরকারি বা বেসরকারি উদ্যোগে ত্রাণ পাননি বলে অভিযোগ। যেটুকু রসদ ঘরে মজুত ছিল তাও শেষ হয়েছে। গত কয়েকদিন ধরে কচুশাক, অন্যান্য শাক পাতা সেদ্ধ করে খেয়ে বেঁচে রয়েছেন তারা। কিন্তু এভাবে আর কতদিন? তাই বুধবার সকাল থেকে এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত কালীতলা এলাকায়। দীর্ঘ পাঁচ ঘণ্টা স্থানীয় ঘোড়াদল রোডের মস্তানের মোড় এলাকা অবরোধ করে রাখেন গ্রামবাসীরা। পরে পুলিশ ও প্রশাসনের লোকেরা এসে অবরোধ তুলে দেন। প্রশাসনের তরফ থেকে তাদের ত্রাণের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
গত এক সপ্তাহ ধরে মথুরাপুরের কালিতলায় মানুষজন কচু শাক, বিভিন্ন পাতা লতা খেয়ে রয়েছেন বলে অভিযোগ। প্রশাসনের কেউ তাদের কাছে ত্রাণ পৌঁছে দেননি। আর সেই কারণেই তারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বুধবার সকাল নটা থেকে শুরু হয় রাস্তা অবরোধ। রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সকলে মিলে রাস্তার উপরে বসে পড়ে অবরোধ শুরু করেন। ফলে রাস্তা দিয়ে যে দু একটা গাড়ি চলাচল করছিল তা ও বন্ধ হয়ে যায়। সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলে বিক্ষোভ। এরপর স্থানীয় মথুরাপুর থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে আসেন। বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। তাদেরকে দ্রুত সরকারি উদ্যোগে ত্রাণ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। আর এরপরেই বিক্ষোভ তুলে নেন গ্রামবাসীরা। তবে ত্রাণ না পেলে আবারও আন্দোলনের পথে নামবেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।