স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ জানুয়ারি: রাস্তার দাবিতে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ চলছে কালিয়াগঞ্জের হেমবাজার এলাকায়। বুধবার সকাল ৯টা নাগাদ এই পথ অবরোধ শুরু হয়। খবর পেয়ে প্রথমে বিরাট পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্হলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার আইসি সোনম লামা। এরপর কালিয়াগঞ্জের বিডিও প্রসুনকুমার ধারা। ঘটনাস্থলে উপস্থিত ব্লক প্রশাসনের কোনও কথাই শুনতে রাজি নয় আন্দোলনকারীরা। এই রাস্তার হাল দেখতে ও তাদের কথা শুনতে আসতে হবে জেলাশাসককে, এই দাবিতে অনড় এলাকার মানুষ পথ অবরোধ চালিয়ে যাচ্ছে।
কালিয়াগঞ্জের ধনকৈল পঞ্চায়েতের হেমবাজার থেকে চোপড়া জোতজামাল প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত তিন কিমি রাস্তা পাকা করার দাবিতে এই আন্দোলন। এই রাস্তা পাকা করার দাবি দীর্ঘদিনের। এর আগেও এই বেহাল রাস্তা নিয়ে পথ অবরোধ করে আন্দোলন করেছিল এলাকার বাসিন্দারা। সে সময় বিডিও এবং কালিয়াগঞ্জের বিধায়ক এলাকার বাসিন্দাদের আশ্বাস দিয়েছিলেন দাবি পূরন হবে বলে। কিন্তু প্রশাসন কথা রাখেনি, এমনি অভিযোগ সামনে রেখে বুধবার সকাল থেকে রাস্তায় আগুন জ্বালিয়ে শুরু হয় পথ অবরোধ।
আন্দোলনকারীদের তরফে মিঠু চৌধুরী নামে স্থানীয় বাসিন্দা বলেন কেউ কথা রাখেনি। তাই আমাদের আবার রাস্তা অবরোধ করে আন্দোলনে নামতে হয়েছে। বহুকাল ধরে বেহাল এই রাস্তা সংস্কারের দাবি নিয়ে বিডিও, এমএলএ সহ প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেছি। কিন্তু কোনও কাজ হল না। তাই আমরা চাই জেলাশাসক নিজে এসে সবকিছু দেখে জানাক কবে এই রাস্তা সংস্কার হবে। বিধানসভা ভোটের আগে রাস্তার দাবিতে হেমবাজার-ধনিপুকুর এলাকাবাসীদের এই আন্দোলনে চাঁপের মুখে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন।