পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: মঙ্গলবার মেদিনীপুর শহরের কুইকোটা এলাকায় যাত্রী তোলাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকদের মধ্যে তুমুল বচসা বেধে যায়। তুমুল হই হট্টগোল শুরু হয়।
স্থানীয় দোকানদাররা এলাকায় অশান্তি সৃষ্টির প্রতিবাদ করতে গেলে টোটো চালকরা দোকানদারদের উপরে চড়াও হয়। টোটো চালকরা দোকানদারদের মারধর শুরু করলে স্থানীয় বাসিন্দারা টোটো চালকদের দৌরাত্ম বন্ধ করার দাবিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে।
ঘটনাস্থলে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের সঙ্গে আলোচনার পর এলাকাবাসীরা পথ অবরোধ তুলে নেন।