সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ এপ্রিল: ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে এবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হলো বাঁকুড়ায়। আজ সকালে পুনিশোল নতুনগ্রাম রাস্তায় অবরোধ করে বিক্ষোভ চলে বেশ কয়েক ঘন্টাধরে। কয়েক হাজার মানুষ জড়ো হয়ে অবরোধ শুরু করেন।অবরোধ ঘিরে উত্তেজনা দেখা দেয়।
এই বিল প্রত্যাহার করা না হলে আরো বৃহত্তম আন্দোলন হবে বলেও হুমকি দেয় বিক্ষোভকারীরা। পুনিশোল মসজিদের ইমাম আব্দুর রশিদ আজমি বলেন, মুসলিম সম্প্রদায়ের নিজস্ব সম্পদে মোদী সরকার হাত লাগিয়েছে। ওয়াকফ সম্পত্তি দানের সম্পত্তি, মসজিদ, দরগা, মাদ্রাসা, কবরস্থান বানানোর জন্য এই সম্পত্তি। মোদী সরকার বিল এনে আমাদের বঞ্চিত করতে চাইছে, আমরা এটা মানি না।অবিলম্বে এই বিল প্রত্যাহারের জন্য রাষ্ট্রপতি ও বিচারপতির কাছে আবেদন জানাচ্ছি।