স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ১৭ মার্চ:
মদ্যপান করতে করতে বাইক চালাতে গিয়ে বেসামাল হয়ে একাধিক পথচারীকে ধাক্কা দুই বাইক আরোহীর। স্থানীয় মানুষ ঘটনার প্রতিবাদ করলে তাদের দেখে নেওয়ার হুমকি দুই যুবকের। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার তারাপুরে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সোমবার দুপুরে দুই যুবক প্রকাশ্যে বিয়ার খেতে খেতে বাইক চালাচ্ছিল। মদ্যপ অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে তারাপুর বাজারে বেশ কয়েকজনকে ধাক্কা মারে তারা। স্থানীয় মানুষ প্রতিবাদ করলে তারা রাস্তায় দাঁড়িয়ে মদ্যপান করতে থাকে। শুধু তাই নয়, প্রতিবাদকারীদের দেখে নেওয়ার হুমকি দেয়।
এরপর এলাকার ক্ষিপ্ত মানুষ তাদের ধরে রেখে রানাঘাট থানায় খবর দেয়। পুলিশে গিয়ে তাদের আটক করে। এই ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।