কলকাতায় চালের দাম কিছুটা বাড়ল

নীল বনিক, আমাদের ভারত, ৩০ মার্চ: কলকাতায় এবার মহার্ঘ হলো চালের দাম। লকডাউনের ফলে রাজ্যের বিভিন্নপ্রান্ত থেকে চাল আনার পরিবহন খবচ বেড়েছে। আর চালের গাড়িতে চাল তোলা ও নামাবার জন্য কুলির খরচও বেড়েছে। সেইজন্য কিলোপ্রতি চালের দাম বৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন চাল ব্যাবসায়ীরা।

মিনিকেট চাল লকডাইনের আগে কিলোপ্রতি ৪২ টাকায় পাওয়া যেত। সেইচাল বর্তমান সময়ে কিলোপ্রতি কলকাতায় মিলছে ৪৪ টাকায়। এছাড়া অনান্য সব সাধারন চালও কিলোপ্রতি ২ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বাসমতি, বাসকাঠির মতো চাল বিক্রি হচ্ছে গড়ে পাঁটটাকা বেশি দামে। তবে, দু’টাকা বৃদ্ধি পেলেও রাজ্যে পর্যাপ্ত পরিমানে চাল মজুত রয়েছে বলে জানিয়েছেন রাজ্য সরকারের টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। তিনি বলেন, চাল আনতে পরিবহন খরচ একটু বৃদ্ধি হয়েছে তা ঠিক। তবে এরথেকে চালের দাম যাতে বেশি বৃদ্ধি না পায় তা দেখবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *