কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ডিসেম্বর: মাঠেই পুড়ে ছাই হয়ে গেল ধান কাটার মেশিন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটে ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের পাথরা গ্রামে। ওই গ্রামে চন্ডী ঘোষের জমিতে ধান কাটা মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল আজ দুপুরে। ধান কাটার মেশিনটি কাঁচিয়া গ্রামের চক্রধর সিংয়ের। মেশিনটি চালাচ্ছিলেন পাঞ্জাবের এক জন ড্রাইভার। ধান কাটার সময় হঠাৎ করেই মেশিনটিতে আগুন লেগে যায় বলে জানা গেছে। তারপর আসপাশের লোকজন ছুটে আসেন। ঘাটালের দমকল দপ্তরে খবর দেওয়া হলে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছায়। তার আগেই ধান কাটার মেশিন পুড়ে ছাই হয়ে যায়। সম্ভবত মেশিনের কোনও ত্রুটির জন্য এই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের আধিকারীকদের।