চুয়াডাঙ্গা হাইস্কুলে চাল আলু বিতরণ ও ভগৎ সিং স্মরণ

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মার্চ:
গোটা পশ্চিম মেদিনীপুর জেলার সঙ্গে তাল মিলিয়ে সরকারি নির্দেশ মেনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত চাল ও আলু বিতরণ করা হল। ছাত্র ছাত্রীদের পক্ষে চাল ও আলু গ্রহণ করলেন অভিভাবকরা। যতটা সম্ভব সতর্কতার সঙ্গে সকাল ৯ টা থেকে বেলা দুটো পর্যন্ত এই কর্মসূচি চলে। প্রায় ১১০০’র বেশি অভিভাবকের হাতে বরাদ্দ চাল ও আলু তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শুভেন্দু সিনহা সহকারি প্রধান শিক্ষক মাতুয়ার মল্লিক, পরিচালন সমিতির সভাপতি গণি ইসমাইল মল্লিক, পরিচালন সমিতির সদস্য ইমদাদুল পাঠান, ফকির আলী খান, সুদীপ কুমার খাঁড়া, আজীম আলি খাঁন, স্টাফ কাউন্সিলের সম্পাদক তাপস কুমার বর্মন সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী সহ স্বসহায়ক দলের সদস্যারা। পাশাপাশি এদিন বিদ্যালয়ের অনাড়ম্বর পূর্ণ ভাবে আত্মবলিদান দিবসে স্মরণ করা হয় শহিদ-ই-আজম ভগৎ সিং কে। এই উপলক্ষ্যে শহিদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *