আমাদের ভারত, ৩ জুন: স্থানাভাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বীর সাভারকর পার্কে বিপ্লবী উল্লাসকর দত্তর মূর্তি স্থাপন করা যাচ্ছে না। কেন্দ্রের কাছ থেকে এই বার্তে পেয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের সর্বকালের অন্যতম বীর সেনানি উল্লাসকর দত্তের পরিবার ক্ষুব্ধ।
ওই মূর্তি বসানো নিয়ে সংসদে প্রশ্নের উত্তরে কেন্দ্র স্থানাভাবের কথা জানিয়েছে। সেই লিখিত উত্তর যুক্ত করে পরিবারের তরফে কলকাতার রাজা রামমোহন সরণী-নিবাসী কৌশিক দত্তগুপ্ত সোমবার রাতে সামাজিক মাধ্যমে লিখেছেন, “এটা জেনে আমি গভীরভাবে মর্মাহত। ৩৯৮ জন বাঙালি স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানানোর কোনও জায়গা নেই, যাদের মধ্যে উল্লাসকর দত্ত এবং বারিন্দ্র ঘোষ ইতিহাসে সুনামের সাথে দাঁড়িয়ে আছেন।”
কৌশিক লিখেছেন, “এটি কেবল আমার বিশ্বাস নয়। স্বাধীনতা অর্জনের অনেক আগে কাগজে লেখা সাভারকর সহ সেই সময়ের মধ্যে দিয়ে বেঁচে থাকা ব্যক্তিদের আত্মজীবনীতে লিপিবদ্ধ একটি সত্য। আমি এই কারণের জন্য ন্যায়বিচার চাইতে এবং নিশ্চিত করতে যতটা যেতে হয় যাব। বিষয়টি এখানেই শেষ হবে না।”
এই বার্তা কৌশিক প্রধানমন্ত্রীর অফিসের যোগসূত্রের সঙ্গেও যুক্ত করেছেন।