টাকা ফেরত দিচ্ছে কাজ করতে ব্যর্থ পুরসভা

আমাদের ভারত, মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: সুলভ শৌচাগারের টাকা খরচ করতে ব্যর্থ হওয়ায় সরকারের ঘরে আড়াই কোটি টাকা ফিরিয়ে দিচ্ছে খড়গপুর পৌরসভা। জেলা পরিকল্পনা দপ্তর সূত্রে জানা গেছে, খড়গপুর শহরের এগারো হাজার দুশো ছটি পরিবারের জন্য সুলভ শৌচাগার তৈরির লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের দেওয়া মোট আট কোটি ছিয়ানব্বই লক্ষ আটচল্লিশ হাজার টাকা বরাদ্দ করেছিল জেলা পরিকল্পনা দপ্তর। সেই টাকায় আট হাজার একশটি পরিবারের জন্য সুলভ শৌচাগার তৈরি হলেও বাকি তিন হাজার পরিবারের জন্য পুরসভা তা করতে পারেনি। ফলে দুই কোটি চল্লিশ লক্ষ টাকা জেলা পরিকল্পনা দপ্তর ফেরত চেয়েছে। তৃণমূল পরিচালিত খড়গপুর পৌরসভা অবশ্য এক্ষেত্রেও দোষ চাপিয়েছে রেলের উপর। পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, রেল এলাকার ওয়ার্ডগুলিতে শৌচাগার নির্মাণের ক্ষেত্রে  পুরসভাকে বাধার মুখে পড়তে হচ্ছে।

অন্যদিকে, নিজেদের ব্যর্থতা ঢাকতে পুরসভা বারবার রেলের বাধাকে শিখন্ডী করে চলেছেন বলে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেছেন। তার প্রশ্ন, রেলের বাধায় যে প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয় সেই প্রকল্প পুরসভা নেয় কেন? তাছাড়া রেল এলাকায় প্রকল্প রূপায়ণ করতেই হবে সরকার সে কথা তো বলেনি। নির্মল পরিবেশ গড়ে তুলতে যেখানে যেখানে শৌচাগার  গড়ে তোলার দরকার সেই প্রকল্প বা পরিকল্পনা নেওয়ার ক্ষমতা পুরসভার রয়েছে। রেল এলাকায় পুরসভা এমন পরিকল্পনা কেন নেয় যা বাস্তবায়ন না হলে সরকারের ঘরে টাকা ফেরত দিতে হবে! রবীন্দ্রপল্লী, তালবাগিচা,  দীনেশনগর, কৌশল্যা, মালঞ্চ এলাকায় কয়েক হাজার পরিবারের শৌচাগার নেই। সেইসব এলাকাতে এই প্রকল্প নেওয়া হলে টাকা ফেরত যেত না। আসলে এই সব এলাকার ওয়ার্ড গুলিতে বিরোধী দলের কাউন্সিলররা থাকায় তাদের সঙ্গে পুরসভা কোনো আলোচনা করেনি এবং কোনও পরিকল্পনার কথা জানতেও দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *