করোনা মোকাবিলায় এককাট্টা পুরুলিয়াবাসী

সাথী প্রামানিক, পুরুলিয়া, ২২ মার্চ: কাঁসর, ঘণ্টা, শঙ্খ বাজিয়ে করোনা মোকাবিলায় কর্মরত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, সেবিকা, পুলিশ এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী মানুষকে কুর্ণিশ জানালেন পুরুলিয়াবাসী। রবিবার জনতা কারফিউয়ের মধ্যেই ঠিক বিকেল পাঁচটা বেজে পাঁচ মিনিট নাগাদ বাড়ির দরজা, জানালায় করতালি, থালা বাজিয়েও কৃতজ্ঞতা প্রকাশ করেন কিশোর কিশোরী ও মহিলারা।

বিশ্ব ব্যাপী এই মহামারি রোগের প্রসার ঠেকাতে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিলেন আম জনতা। জনতা কারফিউ কার্যত এদিন সফল হয় পুরুলিয়ায়। বাস স্ট্যান্ড, বিভিন্ন স্টেশন, হাট বাজার, রাস্তা ছিল জনশূন্য। এমন কি বিভিন্ন পাড়া মহল্লাতেও একই অবস্থা দেখা গিয়েছে দিনভর। নানা রকমের অসুবিধার সম্মুখীন হলেও করোনা থেকে রেহাই পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দেশের পরামর্শ হাসি মুখে মানছেন পুরুলিয়াবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *