আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মার্চ: করোনা সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার জনতা কারফিউ পালন করলেন দেশের সাধারণ মানুষ। দ্বায়িত্বশীল নাগরিকের পরিচয় দিয়ে এই কর্মসূচিতে সামিল হয়েছিলেন রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুরবাসীও। এদিন সকাল থেকেই জনতা কারফিউতে সাড়া দিয়ে গৃহবন্দি ছিলেন সাধারণ মানুষ। রাস্তাঘাট ছিল শুনশান।
বিকেল ৫টার সময় উলু, শাঁখ, কাসর, ঘণ্টা বাজিয়ে করোনা সংক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ নেন সকলে। এদিন রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় রাস্তায় বেড়িয়ে এসে এই কর্মসূচিতে সামিল হন তাঁরা। তাঁদের বক্তব্য, “করোনা সংক্রমন দেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। সরকার এই রোগ প্রতিরোধে নানান নির্দেশিকা জারি করেছে। আমরা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবো। চিকিৎসক, পুলিশ, সংবাদমাধ্যম সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থেকে যারা করোনা প্রতিরোধে কাজ করছেন তাদের অভিনন্দন।