সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৫ ডিসেম্বর:বাঁকুড়া ২ নং ব্লকের কেশিয়া নদাডিহি’তে একটি উপ স্বাস্থ্যকেন্দ্র চালু হলো আজ।উপস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন ঘিরে পার্শ্ববর্তী প্রান্তিক গ্রাম গুলিতে খুশির পরিবেশ। আজ এই স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমাইয়া খাতুন। উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান মৌ হুয়া মন্ডল, প্রাক্তন প্রধান সুদর্শন গোস্বামী সহ এলাকার অধিবাসীরা। এতদিন এলাকার মানুষজনকে ন্যূনতম প্রাথমিক স্বাস্থ্য পরিষেবাটুকু নিতে হলে বাঁকুড়া অথবা নামো আঁচুড়ি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হতো।
ডা: সুমাইয়া খাতুন বলেন, এখানে সোমবার থেকে শনিবার পর্যন্ত পরিষেবা দেওয়া হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টে পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র খোলা থাকবে। প্রসূতি মহিলা, শিশুরা নিয়মিত চিকিৎসা পরিষেবা পাবেন। বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নিয়মিত ভাবে না থাকলেও ফার্মাসিস্ট নার্স সহ ৩ জন স্বাস্থ্য কর্মী থাকবেন। পাশাপাশি টেলি কনফারেন্সে ডাক্তারবাবুদের সঙ্গে পরামর্শ করেও পরিষেবা মিলবে। ডা: সুমাইয়া খাতুন বলেন, জরুরি ওষুধ এখানেই মিলবে।