Road block, Kochgeria village, নয় মাস ধরে মেলেনি পানীয় জল, রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ কোচগেরিয়া গ্রামের বাসিন্দাদের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪
মে: পানীয় জল না মেলায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ। পিএইচই’র পাইপলাইন কেটে দেওয়া হয়েছিল রাজ্য সড়ক সম্প্রসারণের সময়। দীর্ঘ ৯ মাস ধরে পানীয় জলের সমস্যা। ৯ মাস ধরে পানীয় জলের সমস্যার কারণে বিভিন্ন জায়গায় জানিও কোন সুরাহা হয়নি, তাই গ্রামের মানুষজন রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বার ব্লকের কোচগেরিয়া গ্রামে।

দীর্ঘক্ষণ অবরোধের জেরে রাস্তায় দেখা যায় তীব্র যানজট। অসুবিধার মুখে পড়তে হয় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস সহ পন্যবাহী ট্রাকগুলিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় চন্দ্রকোনা থানা ও রামজীবনপুর আউটপোস্টের পুলিশ। পুলিশের আশ্বাস গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেয়। গ্রামবাসীদের দাবি, তাদের পানীয় জলের পাইপলাইন দ্রুত ঠিক না করা হলে আবার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *