বাঁদরদের জঙ্গলে ফেরানোর আবেদন জলপাইগুড়ির সদরের বাসিন্দাদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৪ নভেম্বর: লোকালয়ে ফের বাঁদরের উপদ্রব। এবার বাঁদরের উৎপাত বেড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীতে।

এতদিন পর্যন্ত লোকালয়ে স্বাভাবিক অবস্থায় সব বানর দেখা গেলেও একটি বানর দেখা গেল যার একটি হাত কাটা। বৃহস্পতিবার স্থানীয় ধর্মদেব হাই স্কুলের পাঁচিলের ওপর দীর্ঘক্ষণ বসে থাকতে দেখা যায় বাঁদরটিকে। অন্যদিকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় দল বেধে বাচ্চা নিয়ে বাঁদিরের দল ঘুরে বেড়াচ্ছে। কেউ কলা আবার অনেকে খাবার দিচ্ছেন। স্থানীয়রা খাবার দিলে সেখানে বসেই খাবার খেয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছদ।

স্থানীয় বাসিন্দা আবীর চক্রবর্তী বলেন, আমরা ইদানিং দেখছি বাঁদর লোকালয়ে চলে আসছে। সম্ভবত জঙ্গল এলাকাতে খাদ্যের সংকটেই এমন ঘটনা ঘটছে। তবে এই বাঁদরটিকে দেখে দুঃখ লাগলো কারণ একটি হাত কাটা গিয়েছে। কিভাবে এমন ঘটনা ঘটেছে তা পরিষ্কার বোঝা না গেলেও আমার মনে হয় বনদপ্তরকে এ বিষয়ে একটু সচেতন হওয়া প্রয়োজন। কেননা লোকালয়ে এভাবে বানর আসাতে অনেক মধ্যে আতঙ্ক বাড়ছে। সামনে স্কুল রয়েছে। তাই বনদপ্তর উদ্যোগ নিয়ে যদি বাঁদরগুলিকে জঙ্গলে ফেরানোর ব্যবস্থা করলে ভালো হয় বলে জানান তিনি। যদিও বনদফতরের দাবি, সাধারণ মানুষ খাবার দিচ্ছেন। খাবারের লোভে পরে বাঁদরের দল এলাকা ছাড়ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *