আমাদের ভারত, হুগলী, ৪ ডিসেম্বর:
জল ও বিদ্যুতের দাবিতে নতুন করে আন্দোলন শুরু করল হিন্দমোটর কোয়াটারের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বাসিন্দাদের অভিযোগ ছিল যে তারা পানীয় জল ও বিদ্যুৎ পাচ্ছে না। খুব অসুবিধায় দিন কাটাতে হচ্ছে তাদের।মঙ্গলবার বিদ্যুৎ দফতরের লোক নতুন করে কারখানার ভিতর একটি নতুন ইউনিটের জন্য ইলেক্ট্রিক পোল বসাতে এলে বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা।বাসিন্দাদের বক্তব্য আগে তাদের জল ও বিদ্যুতের ব্যবস্থা করতে হবে তার পর নতুন কাজ হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। এরপর কাজে বাধা দিলে পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ধাক্কাধাক্কি বাধে। এমনকি ঘটনায় ক্ষিপ্ত হয়ে হিন্দমোটর কোয়ার্টারের বাসিন্দারা ভাঙ্গচুর করে হিন্দমোটর কারখানার সিকিউরিটি অফিস।